২১ আগস্ট গ্রেনেড হামলার রায়ের পরপরই প্রতিক্রিয়া জানাতে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ক্ষমতাসীনদের স্বার্থরক্ষার জন্যই ফরমায়েশি রায় দিয়েছে আদালত। খালেদা জিয়াকে সাজার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, একই ভাবে আরেকটি ‘মিথ্যা’ মামলায় বিএনপির নেতাদের সাজা দেয়া হয়েছে।

অন্যদিকে, রায়ের প্রতিবাদে এগারো থেকে আঠারো অক্টোবর পর্যন্ত সাত দিনের কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
২১ আগস্ট গ্রেনেড হামলার রায় ঘিরে নয়া পল্টনের কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। মোতায়েন করা হয়েছে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে