পাঁচ দফা দাবিতে বিএনপির সঙ্গে সব আন্দোলনে একসঙ্গে থাকবে জাতীয় ঐক্য প্রক্রিয়া। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বৈঠক শেষে একথা জানিয়েছেন লিয়াজোঁ কমিটির নেতারা। খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতেও ঐকমত্য পোষণ করেন তারা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের গুলশানের বাসভবনে বৈঠকে বসেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতারা। এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। ছিলেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নান, নাগরিক ঐক্যের আহ্ববায়ক মাহমুদুর রহমান মান্না ও জাফরউল্লাহ চৌধুরী।

বৈঠক শেষে ঐক্য প্রক্রিয়ার নেতারা ঘোষণা দেন, এখন থেকে সব আন্দোলন একসঙ্গে থাকবেন তারা। বিএনপির সঙ্গে জামায়াত থাকলেও একে সমস্যা হিসেবে দেখছেন না নেতারা। বিষয়টিকে ছেড়ে দিচ্ছেন বিএনপির ওপর। এর আগে জাতীয় প্রেসক্লাবে এক মানববন্ধনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন বলেন, পরিবর্তন আনতে হলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।

ড. কামাল হোসেন বলেন, অতীতে ঐক্যবদ্ধ আন্দোলন সফল হয়েছে, এবারও হবে।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে