বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপের একাংশ নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করাটা ভুল ছিল বলে স্বীকার করেছে মিয়ানমার। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত উ লুইন ও একথা জানিয়েছেন। এরই মধ্যে ভুল সংশোধনের প্রক্রিয়া চলছে বলেও ঢাকাকে আশ্বস্থ করেছে নেপিদো। সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।
পরে, বৈঠক শেষে কমিটির সভাপতি দীপু মনি জানান, শনিবার দেশটির রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করলে উ লুইন ও একথা জানান। এসময় বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তিসংগত সময়ের মধ্যে মিয়ানমার ব্যবস্থা না নিলে কঠোর পদক্ষেপ নেবে ঢাকা।
কক্সবাজারের দক্ষিণে নাফ নদীর মোহনায় বঙ্গোপসাগরের দ্বীপ ইউনিয়ন সেন্টমার্টিনের একটি অংশ মিয়ানমারের বলে তাদের সরকারের কয়েকটি ওয়েবসাইটে দাবি করা হয়। এর তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশ। এছাড়া কমিটির পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার সুপারিশ করা হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ