যুক্তরাষ্ট্রের মেক্সিকো-টেক্সাস সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করায় প্রায় সাড়ে ৭শ’ বাংলাদেশিকে আটক করেছে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী।

টেক্সাসভিত্তিক গণমাধ্যম ব্রেইটবার্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান টেক্সাস অঙ্গরাজ্যে সীমান্তরক্ষী বাহিনীর প্রধান। সীমান্তের রিও গ্রান্দে ভ্যালি এলাকা এবং পার্শ্ববর্তী লারিদো এলাকা থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে রিও গ্রান্দে ভ্যালি থেকে অন্তত ৭৬ জন এবং লারেদো থেকে ৬৬৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয় যা রেকর্ড পরিমাণ বলে দাবি করেন তিনি। অবৈধভাবে অনুপ্রবেশকারীদের সবার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য মেক্সিকান মাদক ব্যবসায়ী চক্রগুলোকে মোটা অঙ্কের অর্থ দেয় তারা।

গত বছর মার্কিন সাময়িকী লস এঞ্জেলস টাইমসের একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ল্যাটিন আমেরিকা হয়ে মেক্সিকোর বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশি, ভারতীয়, নেপালি ও পাকিস্তানিদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে ঢোকার সংখ্যা ব্যাপকহারে বেড়ে গেছে। সরকারি পরিসংখ্যান উল্লেখ করে ঐ রিপোর্টে বলা হয়, ২০১৬ সালের আগস্ট মাসের আগের ১১ মাসে এই চারটি দেশের ৪০৬০ নাগরিক এই পথে আমেরিকায় ঢোকে, যাদের মধ্যে ৩৬০৪ জনকে আটক করা হয়। অথচ সাত বছর আগে এই সংখ্যা ছিল মাত্র ২২৫ জন।

লস এঞ্জেলস টাইমস লিখেছে, দক্ষিণ এশীয় এসব অবৈধ অভিবাসীরা প্রধানত দুবাই থেকে চার্টার্ড বিমানে ব্রাজিলে এসে নামে। তার পর সেখান থেকে স্থলপথে বলিভিয়া, পেরু, ইকুয়েডর, পানামা সিটি এবং গুয়েতেমালা হয়ে মেক্সিকোতে ঢোকে। এত পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছতে অনেক সময় কয়েক মাস লেগে যায়। পথে পড়ে বিপজ্জনক জঙ্গল, পাহাড়, চাঁদাবাজ এবং ডাকাতের দল। সীমান্ত দিয়ে রক্ষীদের চোখ এড়িয়ে ঢুকতে না পারলে, অনেক সময় ধরা পড়ে যায় অথবা নিজেরাই ধরা দিয়ে রাজনৈতিক আশ্রয় চায়। ২০১৬ অর্থ বছরে মেক্সিকো সীমান্তে প্রায় চার হাজার দক্ষিণ এশীয়কে আটক করা হয়।

আন্তর্জাতিক ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে