বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে ও প্রতিযোগীতামুলক চাকুরীর বাজারে ডেভোলপমেন্ট স্টাডিজের ভুমিকা অপরিসীম। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর বিভিন্ন দেশে ধীরে ধীরে উপনিবেশিকতার অবসান হবার পর থেকে বর্তমানে বিশ্ব প্রেক্ষাপটে বাজার উপনিবেশিকতার জন্ম দিয়েছে পশ্চিমা বিশ্বগুলো। বুধবার রবীন্দ্র নজরুল ভবনের দ্বিতীয়তলায় ডেভোলপমেন্ট স্টাডিজ বিভাগের শ্রেণীকক্ষে বিভাগের এক বছরপূর্তি উপলক্ষে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী একথা বলেন।

তিনি বলেন, পশ্চিমা বিশ্বের দেশগুলোর জন্য ডেভোলপমেন্ট স্টাডিজ এবং আমাদের দেশের প্রেক্ষাপটে ডেভোলপমেন্ট স্টাডিজ এর মধ্যে পার্থক্য আছে। পশ্চিমা দেশগুলো শিল্প বিপ্লব ঘটিয়ে পরিবেশ দুষন করে উন্নয়নের সবোর্চ্চ শিখরে পৌছেছে কিন্তুু আমাদের রয়েছে প্রচুর জনশক্তি। এই জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে পারলেই পেিরবশ দুষন না করে আমার মিলিয়ন মিলিয়ন ডলার রেমিট্যান্স ইনকাম করতে পারি। তিনি আরো বলেন, ডেভোলপমেন্ট বিভাগের শিক্ষার্থী হিসাবে তোমাদেরকে এক একজন দক্ষ কর্মী হতে হবে। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্বব্যাংকের রক্তচক্ষুকে উপেক্ষা করে আজ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়েই স্বপ্নের পদ্মা সেতু আজ চোখের সামনে নির্মানাধীন দৃশ্যমান।

তিনি উন্নয়নের পথপ্রর্দশক হিসাবে ডেভোলপমেন্ট বিভাগের শিক্ষার্থীদের নিজেদেরকে গড়ে তুলবার জন্য আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, তোমরা এই বিভাগকে ভালোবাসো এই বিশ্ববিদ্যালয়কে ভালোবাসো, আজকের এই বিভাগের জন্মদিন পালনের অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটিই প্রমানিত হয়। তিনি বলেন, যেকোন বিষয়ে পারদর্শীতা অর্জন করতে হলে চর্চার কোন বিকল্প নেই। আর যেকোন বিষয়ের উপর আয়ত্ব না আসলে আত্মবিশ্বাস বাড়ে না। তিনি আরো বলেন, মহান স্বাধীনতার স্থপক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে এ দেশ স্বাধীন হয়েছিল। আর উনার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ কাঙ্খিত উন্নয়নের মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারে ভিশন ২০-২১, রুপকল্প-২০৪১ এবং ভবিষ্যৎ একশত বছরের উন্নয়নের ডেল্টা প্রজেক্ট গ্রহনের উপর কাজ চলছে। তিনি উপস্থিত ডেভোলপমেন্ট বিভাগের শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা ও যথাযথ জ্ঞানে শিক্ষিত হয়ে বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জল করবার জন্য আহবান জানান।

অপর বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা বলেন, প্রথম সন্তান একটি পরিবারে জন্মগ্রহনের পরে যেমন পরিবারটি গর্ববোধ করে ঠিক তেমনি তোমরা ডেভোলপমেন্ট বিভাগের শিক্ষার্থীরা এই বিভাগের গর্ব। তিনি বলেন, দেশ আজ সবদিক দিয়ে এগিয়ে যাচ্ছে তা যেমন বর্তমান জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মের ফসল ঠিক তেমনি বিশ্ববিদ্যালয় আজ আন্তর্জাতিকীকরনের দিকে এগিয়ে যাচ্ছে তা এই বর্তমান প্রশাসনের কর্মের ফসল। তিনি সকলের মধ্যে মানবিক মুল্যবোধ, মানবিকতা ও সাংস্কৃতিকবোধের উন্মেষ ঘটিয়ে বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জল করবার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান ও ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম। এরপরে একইভাবে সোস্যাল ওয়েলফার বিভাগের একবছর পূর্তি উপলক্ষে কেক কাটেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভাইস চ্যান্সেলর ও সোস্যাল ওয়েলফার বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ শাহিনুুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান এবং ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরবর্তীতে অনুষ্ঠান শেষে ডেভোলপমেন্ট বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন ভাইস-চ্যান্সেলর ও ডেভোলপমেন্ট বিভাগের খন্ডকালীন শিক্ষক প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী।

সাথে ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান , ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলাম এবং বিভাগের নতুন শিক্ষক মোঃ ফিরোজ হোসেন, মোঃ হাফিজুর রহমান ও আতিফা কাফি প্রমুখ। উল্লেখ্য যে গত বছরে বর্তমান প্রশাসনের নিরলস প্রচেষ্ঠায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম একসাথে আটটি নতুন বিভাগ খোলা হয়। নতুন খোলা ৮টি বিভাগ হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসী, ইনভারনমেন্টাল সাইন্স এন্ড জিওগ্রাফি, ‘ল’এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, ডিভোলপমেন্ট ম্যানেজমেন্ট, সোস্যাল ওয়েলফার, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যনেজমেন্টে। এই বিভাগগুলোতে গত সেশনে আরো অতিরিক্ত ৫৪০ জন শিক্ষার্থী ভর্তি হবার সুযোগ পেয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে