ভোলা প্রতিনিধিঃ“প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ“এ স্লোগান কে বাস্তবায়ন করতে ভোলা জেলার ছয়টি উপজেলায় বিদ্যুৎতায়নের ফলে শহর আর গ্রামের পার্থক্য দূর হয়েছে। গ্রাম গঞ্জের বাড়িঘর রাস্তাঘাট আলোকিত হওয়ায় বদলে গেছে পল্লি অঞ্চলের চিত্র।
ভোলা জেলার ৭টি উপজেলার মধ্যে ৬টি উপজেলায় পল্লি বিদ্যুৎতের শতভাগ বিদ্যুৎতায়নের মধ্যে ৮০ভাগ কাজ সম্পন্ন হয়েছে।আগামী ডিসেম্বরের মধ্যে সারা জেলায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে। গত ডিসেম্বর মাসে দৌলতখান উপজেলায় শতভাগ বিদ্যুৎতায়ন করা হয়েছে। মনপুরা উপজেলা আরেকটি দ্বীপ। এবং মূল ভুখন্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় সেখানে পৃথক জেনেরেটরের মাধ্যমে এবং সোলার বিদ্যুৎ দিয়ে আলোকিত করা হচ্ছে।
বর্তমানে বোরহানউদ্দিনে গ্যাসভিত্তিক ২শ ২৫ মেগাওয়াট এবং ভোলা সদরে গ্যাসভিত্তিক ৩৪ মেগাওয়াট মোট ২শ ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।তা থেকে দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও ভোলা সদর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তাতে ব্যায় হচ্ছে ৬৪ মেগাওয়াট।অবসিষ্ট বিদ্যুৎ জাতিয় গ্রীডে সরবরাহ করা হচ্ছে। ইতি মধেই ১লাখ ৮৫ হাজর ৯শ ১০টি (পরিবার) আবাসিক সংযোগ, ১৭ হাজার ২শ ১৮টি বানিজ্যিক সংযোগ, শিল্প কারখানায় ৫শ ৪৬টি সংযোগ, সেচ পাম্পে ২শ ৩৯টি সংযোগ ও দাতব্য প্রতিষ্ঠানে ৩হাজার ২শ ৩৬টি বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। শতভাগ বিদ্যুৎতায়নের পর ৩লাখ ৩শ ৭৭ পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে।
এর মধ্যেই গ্রামাঞ্চলে চরাঞ্চলে শহর ও উপজেলা সদরগুলী বিদ্যুৎতায়নের আওতায় এসেছে। তা ছাড়া চরাঞ্চলে আশ্রয়ন প্রকল্পে, বেদে পল্লিতে,ও জেলেদের নৌকায় সোলার বিদ্যুৎ প্রদান করা হয়েছে।নদী আর খালে বসবাস কারী জনগোষ্ঠী সবাই এখন বিদ্যুৎ এর সুবিধা ভোগ করছে। স্কুল কলেজের ছাত্র/ছাত্রীরা এখন আর কুপি / বাতির আলোতে লেখা পড়া করছে না। তারা এখন পাখার নিচে বিদ্যুৎতের আলোতে লেখা পরা করছে।এব্যাপারে পল্লি বিদ্যুৎ ভোলা জেনারেল ম্যানেজার মো: কেফায়েত উল্লাহ বলেন, বর্তমানে বোরহনউদ্দিন উপজেলায় গ্যাস ভিত্তিক ২শ ২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মান করছে সাফরদী পালংদী নামে একটি ভারতিয় কোম্পানী।
এছারা ১শ মেগাওয়াট আরো একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মান করছে এগ্রো বৃটিশ কোম্পানী। এসব বিদ্যুৎ এর পর্যাপ্ত সরবারহ থাকায় ইতি মধ্যেই ভোলায় শিল্প কারখানা গড়ে উঠতে শুরু করেছে। ইতি মধ্যেই শেলটেক সিরামিক কারখানা, কাজী গ্রুপের পোল্টিফিড কারখানা,নবারুন অটো রাইসমিল,ক্লোডষ্টোর সহ ভিবিন্ন শিল্প কারখানা স্থাপিত হয়েছে। জেলায় বিদ্যুৎতায়নের ফলে অর্থনৈতিক উন্নয়ন সুচিত হয়েছে। এবং সাধারন খেটে খাওয়া মানুষের রুটি রুজির সংস্থান হয়েছে।
ফয়সল বিন ইসলাম ।। বিডি টাইমস নিউজ