প্রাইজ মানি বুঝে না পাওয়ার অভিযোগ মিথ্যা, বঙ্গবন্ধু গোল্ডকাপে নেপাল অংশ নিচ্ছে নিশ্চিত করেছে বাফুফে। টুর্নামেন্টের ঠিক আগে বেকে বসলে সমস্যায় পড়তে হবে নেপালকে, বলেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু- নাঈম- সোহাগ। এদিকে নিলফামারীতে নয় সেমিফাইনালের সম্ভাব্য ভেন্যু কক্সবাজার, জানিয়েছে ফেডারেশন।

২০১৬ বঙ্গবন্ধু গোল্ডকাপের চ্যাম্পিয়ন নেপাল। জাতির পিতার নামে, এই মর্যাদার আসরের ফাইনালে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন।দুই বছর ঘুরে আবারও বঙ্গবন্ধু গোল্ডকাপ মাঠে গড়াচ্ছে। ১ অক্টোবর শুরু পঞ্চম আসর, টুর্নামেন্টের ড্র হয়ে গেছে। সব যখন ঠিকঠাক, হঠাৎ প্রাইজমানি বুঝে না পাওয়ার অভিযোগ তুলে বাফুফেকে বিব্রত করেছে নেপাল, এমনকি আসরে অংশ না নেয়ার ইঙ্গিতও দিয়েছিল ওরা। উটকো অভিযোগে বিরক্ত কাজী সালাউদ্দীন।আসর শুরু সামনের মাসে, এমন সময় যদি নেপাল বেকে বসে তাহলে বিপদে পড়বে আয়োজকেরা। বাফুফে বলছে, সেই শঙ্কা নেই। হটকারী সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়বে নেপাল।

গ্রুপ পর্বের ম্যাচ হবে সিলেটে। নীলফামারিতে সেমিফাইনাল হওয়ার কথা ছিল। তবে সুযোগ-সুবিধার কথা চিন্তা করে কক্সবাজারের দিকে ঝুঁকছে বাফুফে। বঙ্গবন্ধু গোল্ডকাপে রেফারিংয়ের মান বাড়াতে চায় বাফুফে। এজন্য ফিফা অথবা এএফসির কাছে রেফারি ও ম্যাচ অফিসিয়াল চাইবে তারা।

ইন্ডিপেন্ডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে