বাংলাদেশের জাতীয় ও অভ্যন্তরীন নিরাপত্তায় সন্তোষ জানিয়েছেন ঢাকায় ইইউ রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। বাংলাদেশ ও ইউরোপের সম্পর্ক নিয়ে ইন্সটিটিউট অব কনফ্লিক্ট, ল’ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত সংলাপে এ সন্তোষ জানান তিনি। মায়াদু বলেছেন, সুশাসন, পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় ৭ বছরে ৭ শ’ মিলিয়ন ইউরো সহায়তা দেবে ইইউ।

বাংলাদেশ ও ইউরোপের মধ্যে নির্ভরযোগ্য সহযোগিতার বন্ধন গড়ে তোলা নিয়ে এই সংলাপের আয়োজন করে ইন্সটিটিউট অব কনফ্লিক্ট, ল’ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ-আইসিএলডিএস।

এতে অংশ নেন ঢাকায় ইইউ রাষ্ট্রদূত, সাংসদ, সাবেক রাষ্ট্রদূত, নিরাপত্তা বিশ্লেষক ও ব্যবসায়ী। সংলাপ শেষে আইসিএলডিএস এর চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক সাংবাদিকদের সাথে কথা বলেন। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সন্তোষের কথা জানান তারা। এছাড়া, জঙ্গিবাদ দমনে সহযোগিতার আশ্বাসও মিলেছে ইইউ রাষ্ট্রদুতের কাছ থেকে। বাংলাদেশ ও ইউরোপের সম্পর্ক উন্নয়নই সংলাপ আয়োজনের উদ্দেশ্য বলে জানান তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে