ভূমিকম্পে চট্টগ্রাম নগরীতে হেলে পড়া নয়টি ভবন পরিদর্শন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি। পরিদর্শনকালে বৃহস্পতিবার বিকালে কমিটির সদস্যরা নগরীর হালিশহর বি-ব্লকের এলাকায় হেলে পড়া দুটি ভবনের মালিকের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে ভবন দুটির আংশিক আংশ (যে অংশটুকু একসঙ্গে লেগে গেছে) ভেঙ্গে ফেলার পরামর্শ দেন।

প্রসঙ্গত, বুধবার (১৩ এপ্রিল) রাতেই সংস্থার চেয়ারম্যানের নির্দেশে সিডিএ’র প্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহীনুল ইসলাম খানকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন— সিডিএ’র দুই কর্মকর্তা মো. শামীম ও মো. ইলিয়াছ।

এদিকে, বৃহস্পতিবারের পরিদর্শন শেষে অপর ৭টি ভবনের ব্যাপারে যাচাই-বাছাই করে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য আগামী ১৮ এপ্রিল প্রকৌশলীদের সমন্বয়ে আরও একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হবে। তাদের সুপারিশের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তদন্ত কমিটির সদস্যরা।
সিডিএ’র চেয়ারম্যান আবদুস ছালাম জানান, হেলে পড়া ভবনগুলো কতটুকু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে তা দেখার জন্য সরেজমিন পরিদর্শন করেছে তদন্ত দল। তাদের পরামর্শের ভিত্তিতে বুয়েট এবং চুয়েট প্রকৌশলীদের সমন্বয়ে আমরা একটি শক্তিশালী কমিটি গঠন করব। কমিটি যে মতামত দেবে তার ভিত্তিতে সিডিএ ব্যবস্থা নেবে। তিনি বলেন, বিশেষজ্ঞের মতামত ছাড়া কোনো বিল্ডিং ভেঙ্গে ফেলার নির্দেশ আমরা দিতে পারি না।

এদিকে তদন্ত কমিটির প্রধান মো. শাহীনুল ইসলাম খান বলেন, গতকাল ভূমিকম্পে হেলেপড়া নগরীর ৯ ভবন আমরা পরিদর্শন করেছি, মালিক পক্ষের সাথে কথা বলেছি। এসব ভবনের ছবি তুলেছি। কোনটা কি অবস্থা এবং কতটুকু ঝুঁকিপূর্ণ সেই রিপোর্ট নিয়েছি। এসব তথ্য-উপাত্ত বিশেষজ্ঞ টিমের কাছে উপস্থাপন করে তাদের মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেব।

এক প্রশ্নে জবাবে তিনি বলেন, আমরা কোনো ভবন ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়নি। হালিশহরে যে দুটি ভবন একটির উপর আরেকটি বেশি হেলে পড়েছে, শুধু হেলেপড়া অংশটুকু ভেঙ্গে ফেলতে বলেছি মালিককে।

উল্লেখ্য, বুধবার রাত ৭টা ৫৫ মিনিটে চট্টগ্রামসহ সারাদেশে প্রচন্ড ভূকম্পন হলে নগরীর বিভিন্ন এলাকায় অন্তত ১০টি আবাসিক ও বাণিজ্যিক ভবন আংশিক হেলে পড়ে। এতে সর্বত্র আতঙ্ক সৃষ্টি হয়। বিভিন্ন ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে