রাজধানীর অনেক এলাকায় তীব্র হয়েছে পানি সংকট। কোনো কোনো এলাকায় অবস্থা এতটাই ভয়াবহ যে, ঝিলের পানি চড়া দামে কিনে খেতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের।

প্রায় মাস ধরে বাসা বাড়িতে পানি না পেয়ে রামপুরা এলাকার বাসিন্দারা নেমেছেন রাস্তায়। তাদের দাবি, একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থাই নেয়নি ঢাকা ওয়াসা। যদিও এ বিষয়ে ওয়াসা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

যখন আশপাশের বাসা বাড়িতে পানির দেখা মেলে না, তখন এলাকাবাসীর ভরসা এ টিউবওয়েল। কিন্তু সপ্তাহখানেক ধরে সেখান থেকেও ফিরতে হচ্ছে খালি হাতে। তবুও একটু পানির আশায় রেনু আক্তারের বৃথা চেষ্টা। রাজধানীর পুর্ব রামপুরার এই এলাকায় পানির জন্য হাহাকার গেল এক মাস ধরেই।

তাই সেখানকার বাসিন্দাদের কলস, বালতি কিংবা ড্রাম হাতে ছুটতে হচ্ছে বিভিন্ন জায়গায়। তাদের অভিযোগ, একটু তেষ্টা মেটাতে, ২০ থেকে ৩০ টাকা দরেই কিনতে হচ্ছে ঝিলের পানি। একাধিকবার ঢাকা ওয়াসাকে জানিয়েও, মেলেনি ফল। এ অবস্থায় এলাকা ছেড়েছেন অনেক ভাড়াটিয়া।

তাই অনেকটা বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন তারা। অনেক চেষ্টার পর দুপুরের দিকে একটু পানির দেখা মেলে এ বাড়িতে। আর এ খবরেই কলস-বালতি নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যান আশপাশের বাসাবাড়ির বাসিন্দারা। সংকট যখন ভয়াবহ রূপ নিয়েছে, তখন পুরো পরিস্থিতির জন্য ঢাকা ওয়াসার ওপর দোষ চাপিয়েই দায় সারছেন এলাকার জনপ্রতিনিধি। এনিয়ে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি ওয়াসা কর্তৃপক্ষকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে