রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন যমুনা ফিউচার পার্কে বিশ্বের সবচেয়ে বড় ভারতীয় ভিসা সেন্টার উদ্বোধন করেছেন বাংলাদেশ সফররত ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে নতুন ভিসা সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা।
ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা বলেন, ঢাকার নতুন এই ভিসা সেন্টার হতে পারে ওয়ার্ল্ড রেকর্ড। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতে যে ভিসা সেন্টারকে বড় বলে আমরা জানি, ঢাকার নতুন ভিসা সেন্টারের তুলনায় তা কিছুই নয়। ওখানে প্রতিদিন হয় ১ হাজার মানুষকে ভিসা প্রদান করা হয়, কিন্তু এখানে দেয়া হবে ৫ হাজার মানুষকে।
ঢাকায় এটিই হবে পূর্ব নির্ধারিত সাক্ষাতকারসূচি ছাড়াই সব শ্রেণির ভিসা আবেদনে একমাত্র ভিসা আবেদন কেন্দ্র। নতুন ভিসা আবেদন কেন্দ্র হবে একটি মডেল ভিসা কেন্দ্র হবে। ১৮ হাজার ৫০০ বর্গফুটের এই ভিসা আবেদন কেন্দ্রে থাকবে কম্পিউটার নিয়ন্ত্রিত টোকেন ভেন্ডিং মেশিন। আরামদায়ক বসার ব্যবস্থা ও শীতাতপ নিয়ন্ত্রিত অপেক্ষাগার। থাকবে কফি ও কোমল পানীয় ভেন্ডিং মেশিন। খাবার দোকান ও আবেদন জমায় থাকছে ৪৮টি কাউন্টার। জ্যেষ্ঠ নাগরিক, নারী, মুক্তিযোদ্ধা ও ব্যবসায়ীদের ভিসা আবেদনের জন্য করা হয়েছে আলাদা কাউন্টার। এছাড়া বিশেষ সহায়তা ডেস্ক ও প্রিন্টিং, ফটোকপি ইত্যাদি সেবার জন্য থাকছে কাউন্টার। যেখানে মূল্য পরিশোধ করে সেবা পাওয়া যাবে।
প্রশস্ত ও নিরাপদ বিপনী কেন্দ্রে নতুন ভিসা আবেদন কেন্দ্র হওয়ায় আবেদনকারীদের আরামদায়ক ও নিরবচ্ছিন্ন ভিসা সেবা প্রদান সম্ভব হবে। আবেদনের জন্য অপেক্ষা করার সময়ও লাগবে কম।
নোমান রহমান
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ