জহির সিকদারঃ প্রতিষ্ঠার এক বছরের মধ্যে হাফেজ হয়ে মোকাব্বির খাঁন পেলেন পাগড়ি। তার আনুষ্ঠানিকতায় পাগড়ি প্রদানের আয়োজন করলেন তার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান দারুল উম্মাহ মাদ্রাসা চরচারতলা। প্রতিষ্ঠানটি আশুগঞ্জ উপজেলার চরচারতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে অবস্থিত। এ উপলক্ষে ২২ নভেম্বর রাতে মাদ্রাসা ভবনে আয়োজিত আলোচনা ও পাগড়ি প্রদান অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ওলামায়ে কেরামগন উপস্থিত হয়ে দ্বীনি বক্তব্য পেশ করেন।

এতে  চরচারতলা ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী তৌহিদুল আলম,ব্যবসায়ী মিজানুর রহমান ছাড়াও চরচারতরা ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি ও যুবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ উক্ত মাদ্রাসায়  অধ্যয়নরত ৪০ জন ছাত্রের মধ্যে মোকাব্বির খাঁন প্রথম যিনি হাফেজ উপাধিতে ভুষিত হয়ে পাগড়ি পেলেন। এটি পরিচালনা ও সার্বিক দায়িত্বে রয়েছেন হাফেজ মুফতি শাহাদাত বিন বাহার। এছাড়াও অন্যান্য বিশিষ্ট ওরামায়ে কেরামগন ছাত্রদের শিক্ষার জন্য নিয়োজিত রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে