চীনের প্রেসিডেন্ট সি চিন পিং রিও ডি জেনেরিওতে জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনের ফাঁকে ১৯ নভেম্বর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সি জোর দিয়ে বলেন, উভয়পক্ষের উচিত চীন-ফ্রান্স সম্পর্কের সুষ্ঠু ও ইতিবাচক বিকাশের গতি বজায় রাখা, চীন-ইইউ সম্পর্ক এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার সুষ্ঠু বিকাশে আরও বেশি অবদান রাখা।
সি চিন পিং বলেন, চীন এবং ফ্রান্স উভয়ই স্বাধীন, পরিপক্ক এবং দায়িত্বশীল প্রধান দেশ এবং দুই দেশের মধ্যে সম্পর্কের অনন্য কৌশলগত মূল্য এবং বৈশ্বিক তাৎপর্য রয়েছে। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি অনেক নতুন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, প্রধান দেশ হিসেবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে নেতৃত্ব দেওয়ার জন্য চীন ও ফ্রান্সের অভিন্ন দায়িত্ব রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, চীন ফ্রান্সের সাথে উচ্চ-স্তরের আদান-প্রদান জোরদার করতে, সাংস্কৃতিক, শিক্ষাগত, স্থানীয়, যুব ও অন্যান্য মানবিক ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতাকে আরও গভীর করতে এবং চীন ও ফ্রান্সের জনগণের মধ্যে সম্পর্ককে উন্নীত করতে ইচ্ছুক। চীনের কমিউনিস্ট পার্টির বিশতম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশন চীনে নতুন দফার সংস্কার ও উন্মুক্তকরণের জন্য সূচনা সৃষ্টি করেছে, যা চীন-ফরাসি সহযোগিতার জন্য নতুন সুযোগ প্রদান করবে।
ম্যাখোঁ বলেন, ফ্রান্স দুই রাষ্ট্রপ্রধানের প্রস্তাবিত ঐকমত্য বাস্তবায়নের জন্য চীনের সাথে কাজ করতে, উচ্চ-পর্যায়ের আদান-প্রদান অব্যাহত রাখতে, মানুষে মানুষে ও সাংস্কৃতিক বিনিময় বাড়াতে, ঐতিহ্যগত বন্ধুত্ব অব্যাহত রাখতে এবং একটি নতুন ধরনের রাষ্ট্রীয় সম্পর্ক গঠন করতে ইচ্ছুক।
সূত্র:ওয়াং তান হোং রুবি,চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) ।। বিডি টাইমস নিউজ