জানা গেছে, পরিচালনার স্বল্পদৈর্ঘ্যটির কাহিনি লিখেছেন আকাঈদ রনি। গল্পটা প্রেমের নয়, প্রেমে পড়ার─এমন ট্যাগ লাইনের ছবির সংলাপ ও চিত্রনাট্য করেছেন আব্রাহাম তামিম।

প্রযোজক সাজ্জাদ বলেন, আমরা গতানুগতিক যে ধরনের গল্প বলি এর গল্প সেরকম না। গল্পটি আপনাকে প্রেম, ভালোবাসা নিয়ে নতুন করে ভাবাবে। ছবিটি আমরা বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানোর ইচ্ছে রয়েছে। ‘মাজনুন’-এর চিত্রগ্রহণে ছিলেন সোহেল রানা। সম্পাদনা করেছেন শরিফ চৌধুরী, আবহ সংগীতে ছিলেন জাহিদ হাসান আনন। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শাকিল শুভ ও অপূর্ব রাকিব। রুপসজ্জায় ছিলেন আশিক।

স্বল্পদৈর্ঘ্যটি নির্মিত হয়েছে মাইক্রো ফিল্মসের ব্যানারে। এতে অভিনয় করেছেন সুজন হাবিব, সামান্তা তুর্জা, কুন্তল বিশ্বাস বুকি, আব্রাহাম তামিম, আয়তুল জান্নাত। অনলাইন প্লাটফর্ম মাইক্রো ফিল্মসের ইউটিউব চ্যানেলে ‘মাজনুন’ মুক্তি দেওয়া হবে।

বিনোদন নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে