চীনের কুয়াংসি চুয়াং এবং চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় সরকারের যৌথ উদ্যোগে শুক্রবার(৮’ই নভেম্বর) ‘আসিয়ান অংশীদার-২০২৪’ শীর্ষক মিডিয়া সহযোগিতা সপ্তাহ কুয়াংসির কুইলিনে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে থাই সংস্কৃতিমন্ত্রী সুদারওয়ান ওয়াংসুপাজিকোসং একটি ভিডিও-ভাষণ দেন। সিএমজি’র উপ-প্রধান সম্পাদক ফান ইয়ুন, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের দলীয় কমিটির স্থায়ী কমিটি ও প্রচার বিভাগের প্রধান ছেন ই চুন, কম্বোডিয়ার তথ্য মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় সচিব কেন গুনাওয়া, মিয়ানমারের উপ-প্রচারমন্ত্রী, কুইলিন শহরের পৌর পার্টি কমিটির উপ-সচিব ও মেয়র লি ছু এবারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং বক্তব্য দেন।
অনুষ্ঠানে ফান বলেন, মানবিক বিনিময় হচ্ছে চীন ও আসিয়ানের ভবিষ্যতের সম্পর্ক এবং পারস্পরিক সমঝোতার একটি গভীর ভিত্তি। চলতি বছর, চীন-আসিয়ান মানবিক বিনিময় বর্ষে, সিএমজি ও কুয়াং সি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ঘনিষ্ঠ সহযোগিতায়, ‘আসিয়ান অংশীদার, ২০২৪’ শীর্ষক মিডিয়া সপ্তাহ আয়োজনের মাধ্যমে, আসিয়ানের বিভিন্ন মহলের বন্ধুদের সঙ্গে সহযোগিতার বন্ধন আরও জোরদার হবে। সিএমজি’র ৮০টি ভাষা-বিভাগের সুবিধা কাজে লাগিয়ে, চীন-আসিয়ান বন্ধুত্বের গল্প আরও ভালোভাবে ছড়িয়ে দেওয়া হবে।
অনুষ্ঠানে ছেন ই চুন বলেন, চীন-আসিয়ান বিনিময় ও সহযোগিতা চালানোর সেতু হিসেবে, মিডিয়া গুরুত্বপূর্ণ ও অনন্য ভূমিকা পালন করে থাকে। এবারের মিডিয়া সহযোগিতা সপ্তাহের সুযোগে, কুয়াং সির কণ্ঠ আরও ভালোভাবে শোনা যাবে। থাই সংস্কৃতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক বছরগুলোতে কম্বোডিয়া জাতীয় বেতার ও সিএমজি’র যৌথ প্রচেষ্টায়, প্রতিদিন ১৮ ঘন্টার অনুষ্ঠান প্রচার হচ্ছে। এটি আন্তঃদেশীয় মিডিয়া সহযোগিতাকে সমৃদ্ধ করেছে। এবারের মিডিয়া সহযোগিতা সপ্তাহ, আসিয়ান ও চীনের মধ্যে মিডিয়া খাতে সহযোগিতা আরও এগিয়ে যাবে বলে আশা করা যায়।/সূত্র: ওয়াং হাইমান-আলিম-ছাই,চায়না মিডিয়া গ্রুপ।