চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) সম্প্রতি ব্রাজিলের সাও পাওলোতে শুক্রবার(৮’ই নভেম্বর) একটি টিভি ও চলচ্চিত্র প্রচার কার্যক্রম আয়োজন করে। ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের প্রধানগণ এ দিনের কার্যক্রমে অংশগ্রহণ করেন। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আসন্ন ব্রাজিল সফরের প্রাক্কালে, এ কার্যক্রম আয়োজন করা হলো। রিও ডি জেনিরোয় জি-টোয়েন্টির ১৯তম শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করবেন সি চিন পিং।

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচারবিষয়ক উপ-প্রধান ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং এদিনের কার্যক্রমে একটি ভিডিও-ভাষণ দেন। তিনি বলেন, ব্রাজিলে সিএমজি’র টিভি অনুষ্ঠান ও চলচ্চিত্র সম্প্রচার দু’দেশের সাংস্কৃতিক যোগাযোগ ঘনিষ্ঠ ও দু’দেশের বন্ধুত্বপূর্ণ জনমতের ভিত্তি জোরদারের ইতিবাচক ব্যবস্থা। সান পোওলোতে চীনা কনসাল জেনারেল ইউ ফেং বলেন, দু’দেশের সম্পর্ক প্রতিষ্ঠার পর বিগত ৫০ বছরে দু’দেশের সাংস্কৃতিক যোগাযোগ আরও সমৃদ্ধ এবং বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। চলচ্চিত্র ও টিভি পর্যায়ে সহযোগিতা হলো দু’দেশের সাংস্কৃতিক যোগাযোগের গুরুত্বপূর্ণ দিক। সিএমজি’র অনুষ্ঠান ও চলচ্চিত্রগুলো অবশ্যই ব্রাজিলিয়ান দশর্কদের সার্বিকভাবে চীনকে বুঝতে সাহায্য করবে।

ব্রাজিলিয়ান বক্স মিডিয়া গ্রুপের আন্তর্জাতিক সহযোগিতা ও উন্নয়ন বিভাগের দায়িত্বশীল কর্মী ক্লডিয়া ডুরেল বলেন, বক্স মিডিয়া গ্রুপ সিএমজি’র সাথে যৌথভাবে, ব্রাজিলে কয়েক দশকের বিশিষ্ট চীনা চলচ্চিত্র তুলে ধরেছে। ব্রাজিলিয়ান দশর্করা সমৃদ্ধ চীনা সংস্কৃতি দেখার সুযোগ পেয়েছে। চীনা চলচ্চিত্রগুলো ব্রাজিলে, বিশেষ করে যুব ব্রাজিলিয়ান দশর্কদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।/সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে