জহির সিকদারঃ আশুগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে বিডি টাইমস নিউজের জেলা সংবাদদাতা ও  দৈনিক দেশকাল পত্রিকার আশুগঞ্জ প্রতিনিধি জহির সিকদার অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন  আফসার নিয়াজ। নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, ১১ টি পদের বিপরীতে ২৩ নমিনেশন বিক্রি করা হয়েছে। তন্মধ্যে যাচাই বাছাই শেষে ১১ টি পদের বিপরীতে বৈধ প্রার্থী হিসেবে ১৬ জনকে ঘোষনা করা হয়। আপিল ও প্রত্যাহার শেষে ০৭ জন বৈধ প্রার্থী ০৭ টি পদে  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে হাবিবুর রহমান হাবিব,সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক পদে নিতাই চন্দ্র ভৌতিক, দপ্তর সম্পাদক পদে বাবুল সিকদার,তথ্য-যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে সন্তোষ সুত্রধর,কার্য্যকরী সদস্য -১ আল মামুন,কার্য্যকরী সদস্য -০২ শফিকুল ইসলাম। বাকি ৪টি পদের বিপরীতে প্রার্থী সংখ্যা অধিক থাকায় প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ৪টি পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন সভাপতি পদে সেলিম পারভেজ, আক্তারুজ্জামান রঞ্জন ও মোহাম্মদ মোজাম্মেল হক। সাধারণ সম্পাদক পদে সাদেকুল ইসলাম সাচ্চু ও আবু আবদুল্লাহ, যুগ্ন সাধারন সম্পাদক পদে লোকমান হোসেন ও হাসান জাভেদ। অর্থ সম্পাদক পদে জহির সিকদার ও আফসার নিয়াজ। আগামী ০৮ নভেম্বর শুক্রবার বিকাল ০৩টা থেকে ০৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আশুগঞ্জ প্রেসক্লাবের মোট ভোটার সংখ্যা ২৩ জন। তাদের মধ্যে দুজন বিদেশে অবস্থান করায় নির্বাচনে ২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে