গত ৫ নভেম্বর চীনের শাংহাইয়ে শুরু হয়েছে সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই); চলবে ১০ নভেম্বর পর্যন্ত। সিআইআইই বিশ্বের প্রথম আন্তর্জাতিক পর্যায়ের আমদানি মেলা।

এবারের মেলাস্থলের মোট আয়তন ৪.২ লাখ বর্গমিটারেরও বেশি। ১৫২টি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা থেকে মোট ৩৪৯৬টি কোম্পানি এতে অংশগ্রহণ করছে। এর মধ্যে বিশ্বের সেরা ৫০০ শিল্পপ্রতিষ্ঠানের অর্ধেকেরও বেশি রয়েছে। তাছাড়া, ১৮৬টি শিল্পপ্রতিষ্ঠান ও সংস্থা টানা ৭ বছর ধরে এ মেলায় অংশগ্রহণ করে আসছে। এটি বিশ্বের নতুন পণ্য, নতুন প্রযুক্তি, ও নতুন পরিষেবা প্রদর্শনের একটি ভালো প্লাটফর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সিআইআইই-এর পুরাতন বন্ধু বাংলাদেশ। মেলায় দেশটির বুথ আছে। চীনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর মোঃ জিয়াউর রহমান বলেন, “আমদানি মেলা অত্যন্ত ভালো একটি সুযোগ। আমরা জানি, চীন বিশ্বের অন্যতম বড় রপ্তানিকারক রাষ্ট্র। চীন বিভিন্ন দেশে নিজের পণ্য রপ্তানি করে থাকে। এ মেলা যেহেতু আমদানি মেলা, সেহেতু এর মাধ্যমে আমাদের আরও পণ্য চীনে রপ্তানির সুযোগ সৃষ্টি হয়েছে।”

সূত্র:অনুপমা, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে