তানসেন আবেদীনঃ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার ও বাজারজাত রোধে শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা ও প্রায় ১৯ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

সোমবার (৪ নভেম্বর) শহরের কালিরবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মো. রাহাত উজ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আরও উপস্থিতি ছিল জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি দল। তারা জানান, পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে কালিবাজার খান এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা এবং এ সময় প্রায় ১৯ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়।

পলিথিন ব্যাগের উৎপাদন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে