মোকাম্মেল মিশুঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন,ভোলার প্রাপ্ত গ্যাসকে কাজে লাগানের জন্য জেলায় আরো ১৮ টি গ্যাসকূপ খনন করা হবে। ২০২৫ সালের মধ্যে ৪টি এবং ২০২৮ সালের মধ্যে বাকী ১৪টি কূপ খনন করা হবে। আজ শুক্রবার (১ নভেম্বর) ভোলার গ্যাসকূপ ও প্রস্তাবিত ভোলা নর্থ প্রসেস প্লান্ট এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে গ্যাসের তীব্র সংকট চলছে। আমাদের দরকার প্রায় ৪ হাজার এমএমসিএফ গ্যাস। সেখানে আমাদের স্থানীয় ও আমদানিকারকরা গ্যাস আনছে ৩ হাজার এমএমসিএফ এর মতো।এই ঘাটতি মেটানোর জন্য আমাদেরকে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকার এলএনজি আমদানি করতে হয়। এই সংকট মোকাবেলা করতে ভোলার গ্যাস কাজে আসবে। ভোলায় কি ব্যবস্থা গ্রহণ করলে আরও বেশি গ্যাস পাওয়া যাবে এবং ভোলার আবিস্কৃত গ্যাসের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে – সে বিষয়েও বিস্তারিত জানান উপদেষ্টা।

ভোলায় আরও নতুন কূপ খনন দরকার উল্লেখ করে তিনি বলেন, কূপ খননের কাজ নির্দিষ্ট কাউকে নয় উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে যার কাছ থেকে সবচেয়ে ভালো প্রস্তাব পাওয়া যাবে তাদেরকেই দেয়া হবে। এসময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিব, পেট্টোবাংলার চেয়ারম্যান, ভোলা জেলা প্রশাসকসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোলা নিউজ ডেস্ক।। বিডি টাইমস ডেস্ক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে