নীতিমালার অধীনে বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিও ভুক্ত করা হবে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।
সরকার প্রতিটি উপজেলায় একটি উচ্চ বিদ্যালয় ও কলেজ সরকারিকরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন বলেও সংসদকে জানান তিনি। সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী সংসদে শিক্ষাক্ষেত্রে গত ৯ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রী সংসদকে আরও জানান, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের সাথে আলোচনাকে জোর দেয়া হচ্ছে।
১১ লাখ রোহিঙ্গাকে শরণার্থী হিসেবে আশ্রয় দেয়ায় বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ