শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।। যশোর শহরের ঘোপ ডিআইজি রোডে পরিবেশ অধিদপ্তরে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক সাদিকুল ইসলাম বলেছেন, জন সচেতনতাই পরিবেশ ভারসাম্যতা রক্ষার একমাত্র মুক্তির পথ। আমাদের মাঝে জন সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে, ব্যাপকহারে পলিথিন ব্যবহার হচ্ছে যত্রতত্র ময়লা আবর্জনা পেলে পরিবেশ নষ্ট করছে। অথচ আমরা সবাই মিলে সচেতন হলে পরিবেশকে ভালো রাখতে পারি, রক্ষা করতে পারি ভারসাম্য।

অসচেতনতার কারণে মানুষের জীবন যাত্রা মান হুমকির মুখে পড়েছে। এখান থেকে শপথ নেই পলিথিন পলিপ্রোপাইলিনের তৈরী শপিং ব্যাগ বর্জন প্লাস্টিক করলাম। পরিবার দূষণ মুক্ত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল যশোরে বিভিন্ন ব্যবসায়ী,দোকান মালিক-সমিতি, ক্রেতা এবং বিক্রেতাদের সাথে মত বিনিময় সভায় সাদিকুল ইসলাম এ কথাগুলো বলছিলেন। এ’সময় তিনি সকল ক্ষেত্রে পলিথিন বিকিকিনি ব্যবহার, সংরক্ষন ত্যাগ করতে বলেছেন। পলিথিন সংরক্ষণ বিকিকিনি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ অধিদপ্তর যাতে কঠোর হতে না হয় সেক্ষেত্রে এই সচেতনতা এবং মাদ বিনিময়।

যশোর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ইনামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে