এস এম পারভেজঃ স্কুলগামী অথবা শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদের জরায়ু মুখ ক্যন্সার প্রতিরোধে ঝালকাঠি জেলায় ৩২হাজার ৪শত ৫২জনকে এইচপিভি টিকা দেয়া হবে। জেলায় ৯৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণি ও সমমানের ৩১৩৬১ শিক্ষার্থীকে এবং শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত ১০থেকে ১৪বছর বয়সী ১০৯১কিশোরীকে এ টিকা দেয়া হবে।

বুধবার সকাল ১০টায় ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান, ইউনিসেফ নিয়োজিত ডা. আহসান, ডা. সানিয়াত চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম জানান, কিশোরিদের জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধে ২৪অক্টোবর থেকে ২৪নভেম্বর পর্যন্ত মাসব্যাপী টিকা দেয়া হবে। টিকা গ্রহণকারীদের জন্মসনদের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এটি অত্যন্ত উন্নত মানের তাই দামও বেশি। বাজারের ফার্মেসীতেও এটি সহজলভ্য না। এ টিকা গ্রহণে তেমন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

ঝালকাঠি নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে