ইয়াছির আরাফাত খোকন, প্যারিস, ফ্রান্স থেকে: মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফরোয়ার্ড ফ্রান্স এর উদ্যোগে অনুষ্ঠিত হয় গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশঃ প্রবাসীদের ভাবনা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অনলাইন এক্টেভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেন, বাংলাদেশকে পারসিকার ছাগল বার বার ব্যথ করে।
প্যারিসে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফরোয়ার্ড ফ্রান্সের উদ্যোগে হোটেল কাম্পানিল মিলনায়তনে “ গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশঃ প্রবাসীদের ভাবনা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রবাসীদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই অন্তর্বর্তী সরকারকে কাজ করার আহবান জানান সেমিনারে বক্তারা। বিশ্বে এক কোটি ২০’লাখের বেশি ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশি আছে।
অনলাইন অ্যাক্টিবিষ্ট পিনাকী ভট্টাচার্য বলেন, একটা দেশের বাহিরে ইন্ডিয়া আরেকটা দেশের ভিতরে আওয়ামীলীগ। পৃথিবীর এমন কোন দেশ নাই এত রক্ত আর প্রাণের বিনিময়ে দাবি আদায় করতে হয়। তাই আমরা প্রবাসীদের দায়িত্বশীল হয়ে দেশের রেমিট্যান্স প্রেরণের ম্যধমে উন্নয়নের পাশাপাশি যে কোন অশুভ শক্তি দেশে ভর করলে জুলাই আগষ্ট বিপ্লবের মত পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধারা ঐক্যবদ্ধ প্রতিবাদী ধ্বনির মাধ্যমে সোচ্চার থাকতে হবে।
সাংবাদিক মাহবুব হোসাইন বলেন, প্রবাসীদের সচেতন থাকতে হবে না হলে বিপ্লব ব্যর্থ হবে মুগ্দ ও আবু সাইদ শহীদ হয়েও আমরা সার্থক হতে পারবো না। বিডিআর বিদ্রোহ সহ প্রত্যেকটা গুম খুনের বিচার চাইলেন প্রবাসীরা।তারা বলেন হাসিনা সরকারের পতন হলেও তাদের সৃষ্টি প্রত্যেকটা অফিসার আমলারা স্বপদে বহাল রয়েছে। এ ব্যপারে সরকারকে আরো দায়িত্বশীল হতে হবে।ফ্রান্সের চেয়ে নিম্নশ্রেণীর দেশে ই পাসপোর্ট ভোটার আইডি কার্যক্রম চলমান থাকলেও ফ্রান্সে বাংলাদেশ মিশনে ই পাসপোর্ট ও ভোটার আইডি কার্যক্রমের কোন উদ্যোগ নেই বাংলাদেশ হাই কমিশনের অভিযোগ তুলেন প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দরা । প্রবাসে অবস্থানরত প্রবাসীরা মিশনের বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হয় প্রতিনিয়ত।
ফ্রান্স বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ তাহের বক্তব্যে বলেন, প্রবাসে অবস্থানরত অবস্থায় অনেক প্রবাসী মৃত্যুবরণ করে।বিদেশে মৃত বাংলাদেশির লাশ দূতাবাসের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিনা খরচে প্রবাসীর লাশ বহনের একান্ত দাবি প্রবাসীদের। দেশে থাকা প্রবাসীদের পরিবারের হয়রানি বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর আন্তরিক হওয়া এবং প্রবাসীর পরিবারগুলোকে নানারকম অন্যায় অবিচার থেকে রক্ষার্থে প্রয়োজনীয় প্রশাসনিক নিরাপত্তা দাবি জানান।