তুহিন হোসেনঃ নারীতে ‘পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন’-এই বিশ্বাস নিয়ে শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে কুমারী রূপে দেবী দুর্গার বন্দনার মাধ্যমে পাবনার রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে শুরু হয় পূজার আয়োজন। দ্বীতিয় বারের মত এ মিশনে এবার কুমারী দেবীর আসনে ছিল ছয় বছর বয়সী শ্রেয়া তলাপাত্র, তার শাস্ত্রীয় নাম হয়েছে উমা। পূজার আগে কুমারীকে স্নান করিয়ে নতুন লাল শাড়ি, গহনা, পায়ে আলতা, ফুলের মালা এবং অলঙ্কারে সাজানো হয় দেবীরূপে। পদ্মফুল হাতে দেবী পূজার আসনে বসার পর মন্ত্রোচ্চারণ আর স্তুতিতে তার বন্দনা করেন পূজারিরা। আর এই পূর্জা দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভীড় ছিল।

পাবনা নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে