বৃহস্পতিবার বিকেলে হরযত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী উড়োজাহাজটি। বিমানবন্দরে চ্যাম্পিয়নদের বরণ করে নেন বাফুফের কর্মকর্তরা। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারায় এই সাফল্য এসেছেন বলে জানান কোচ মারুফুল হক।
কাঠমন্ডুতে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ যুব দল। শিরোপা জয়ের পর বৃহস্পতিবার বিকালে দেশে ফিরে বাংলাদেশ দল। দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রায় আড়াই ঘণ্টা বিলম্বে ঢাকায় আসে ফুটবলারদের বহনকরা বিমানটি। বিজয়ীদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিতি ছিলেন বাফুফের কর্মকর্তরা। ট্রফি হাতে দেশে ফিরে বাধভাঙ্গা উল্লাসে মাতে খেলোয়াড়রা। খেলোয়াড়দের মিষ্টি ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। কোচ মারুফল হক জানালেন, ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে সাফে সাফল্য এসেছে। এদিকে, শুক্রবার দুটি ফিফা আন্তর্জাতিক ম্যাচ খেলতে ভুটান যাবে বাংলাদেশ জাতীয় দল।
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ