বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী আজ। বিংশ শতাব্দীর প্রধান বাঙ্গালি কবি হিসেবে পরিচিতি থাকলেও, সাহিত্যের প্রায় সব শাখাতেই তার বিচরণ ছিল। নজরুলের লেখনী যুগে যুগে প্রেরণা হিসেবে কাজ করেছে শোষিত এবং বঞ্চিত শ্রেণীর অধিকার আদায়ে।বাংলা ১৩৮৩ সালের ১২ ভাদ্র এই দিনে ঢাকায় তৎকালীন পিজি হাসপাতালে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) ৭৭ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্য ও সংগীতের অনন্য প্রতিভা নজরুল।
প্রিয় কবি নজরুলের মৃত্যুবার্ষিকীর এই দিনটিতে প্রতিবছর পরম শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করে জাতি।বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে । শৈশব থেকেই কঠিন দারিদ্র্য মোকাবিলা করে বড় হওয়ায় তার ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। বাংলা সাহিত্যজগতে কবি কাজী নজরুলের আবির্ভাব ধূমকেতুর মতো। তার সৃষ্টিশীলতা মাত্র ২৩ বছরের। দুরারোগ্য ব্যাধির কারণে বাকশক্তি হারিয়ে ১৯৪২ সালের জুলাই থেকে ১৯৭৬ সালের আগস্ট পর্যন্ত শেষ জীবনের দীর্ঘ ৩৪ বছর তিনি ছিলেন সৃজনশক্তিহীন। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে পশ্চিমবঙ্গ থেকে কবি নজরুল সপরিবারে ঢাকায় আসেন। কবিকে দেওয়া হয় বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা।
অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ