ফেসবুকে তিনি লিখেছেন, “মনে করেন আমরা যুদ্ধে আছি। তাহলে কি করতাম? সবাই মিলে ঝাঁপাইয়া পড়তাম। তাহলে চলেন এখনও তাই করি।”

তিনি আরও লিখেছেন, “নৌ-সেনা-বিমান বাহিনীর ভাই-বোনেরা, লেটস স্টেপ আপ। রেসকিউ বোট-কার্গো বিমান যা কিছু আছে তা নিয়ে দ্রুত উদ্ধারের গতি বাড়াই চলেন। কথা বলে যা জানলাম, মানুষের এই মুহূর্তে প্রয়োজন রেসকিউ বোট। কোনো রকম জানান না দিয়ে ভারতের দিক থেকে স্লুইস গেট খুলে দেয়াতে অল্প সময়ে ফেনীসহ আশেপাশের অনেক জেলা তলিয়ে যাচ্ছে। লাখো মানুষ উদ্ধার করা একটা হারকুলিয়ান টাস্ক। বাট লেটস ডু ইট। দুর্গত এলাকার কাছে-দূরে যেখানে যত স্পিডবোট- ইঞ্জিন নৌকা আছে, সেগুলা নিয়া ঝাঁপাইয়া পড়ি চলেন।” সবশেষে এই নির্মাতা লিখেছেন, “বিপদ আমাদের কেবল একতাবদ্ধ করবে। নো ওয়ান ক্যান ব্রেক আস।”

অনলাইন নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে