বাংলা নববর্ষ বরণ করতে রাজধানী ঢাকাসহ সারাদেশে নানা অনুষ্ঠানে অংশ নিচ্ছে মানুষ।

প্রতিবছরের মতো ঢাকার রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ষবরণ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হয়েছে মঙ্গল শোভাযাত্রা। নানা সাজে সজ্জিত হয়ে সব বয়সের মানুষ ভোর থেকেই সমবেত হয় রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। মঙ্গল শোভাযাত্রার আয়োজনে দায়িত্বে থাকা চারুকলা অনুষদের অধ্যাপক নিছার হোসেন বিবিসিকে জানিয়েছেন মঙ্গল-শোভাযাত্রার এবারের উপজীব্য বিষয় মা ও শিশু। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় শিশু ও নারীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নানা ধরন ও রঙের মুখোশসহ নানা প্রাণীর প্রতিকৃতি বহন করে শোভাযাত্রায় অংশ নেন তারা। এর বাইরে রাজধানীর প্রায় সর্বত্রই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নতুন বছরকে স্বাগত জানাতে। বর্ষবরণের অনুষ্ঠানকে কেন্দ্র করে নেয়া হয়েছে করা নিরাপত্তা ব্যবস্থা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে