আশিকুর রহমান সরকারঃ পীরগঞ্জে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু রোধে উন্নতির লক্ষ্যে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। গত কয়েক বছরে এ বিষয়ে বেড়েছে ব্যাপক সামাজিক সচেতনতা। সরকারি নানা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন এ বিষয়ে সচেতনতা বাড়াতে নিবিড় ভাবে কাজ করছে। প্রত্যন্ত এলাকার প্রসূতি নারীরা একসময় স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সেবা নিতে চাইতেন না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন নারীরা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সেবা ও পরামর্শ নিচ্ছেন, এ ব্যাপারে সচেতনতা বাড়ছে। এতে মায়েদের মধ্যে বেড়েছে সচেতনতা।
এর মধ্যে পীরগঞ্জে বেশ কয়েক বছর ধরে বেসরকারি উদ্যোগে সচেতনতা বাড়াতে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। এরই ধারাবাহিকতায় (২০ আগস্ট) মঙ্গলবার পীরগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়ন পীরগঞ্জ, চতরা, টুকুরিয়া, বড় আলমপুর ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন প্রায় ৯০ জন প্রসূতি নারীকে সেবা ও স্বাস্থ্যবিষয়ক নানা রকম পরামর্শ ও উপহার সামগ্রী বিতরণ করে পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন। এসময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ শামছুল আলম মন্ডল,পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও, গ্রাম উন্নয়ন কমিটি সদস্য ও কমিউনিটি ক্লিনিক এর সিএইচসিপিরা উপস্থিত ছিলেন।
পীরগঞ্জ নিউজ ডেস্ক।। বিডি টাইমস নিউজ