সারাদেশে কমিউনিটি ক্লিনিকে কর্মরত ১৪ হাজার সিএইচসিপিদের একই বেতনে দীর্ঘ ১৩ বৎসর ধরে বেতন বৈষম্য নিরসনসহ জনবল সম্পূর্ণ রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করণ এবং ১২তম গ্রেডে উন্নিত করণের দাবীতে আজ ১৯ আগস্ট তারিখ রোজ সোমবার সকাল ৯.০০ ঘটিকায় শাহবাগ চত্বরে সারাদেশে কর্মরত সিচএইসিপি রা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।

কর্মকর্তারা জানান, প্রান্তিক পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নিরলস ও আন্তরিকতার সাথে স্বাস্থ্য শিক্ষা ও সেবা প্রদানের ফলে ইতিমধ্যে মাতৃ ও শিশু মৃত্যু হার হ্রাস ও এমডিজি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অথচ এর পিছনে মূল কারিগর সিএইচসিপি রা দীর্ঘ ১৩ (তের) বছর যাবত একই বেতনে এবং প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সুযোগ সুবিধা বিহীন ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে তাদের উপর অর্পিত মহান দায়িত্ব পালন করে আসছে। বর্তমানে জীবন যাত্রায় ব্যয় বৃদ্ধিসহ নিজের ও পরিবারের অন্যান্য সদস্যদের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে তারা উদ্বিগ্ন। এমতবস্থায় বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন কেন্দ্রীয় সংসদ গত ১৫ই আগস্ট রোজ বৃহস্পতিবার ঢাকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিএইচসিপিদের দাবী ও কর্মসূচি ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে আজ সিএইচসিপি কর্মকর্তা রা শাহবাগে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে