শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।। ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুষ্টিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উৎযাপিত হয়েছে। দিবসটি উদযাপন করতে শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, খেলোয়াড় ও ক্রীড়ামোদী মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ এহেতেশাম রেজা সভাপতির বক্তব্যে বলেন, ক্রীড়া অর্থনৈতিক শক্তি, সামাজিক শক্তি। সমাজ বদলের হাতিয়ার। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করে। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ কুমার নন্দী, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মকবুল হোসেন লাবলু, অতিরিক্ত সাধারণ সম্পাদক এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি ও আবাহনী ক্রীড়া চক্র, কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ অন্যরা, সভা সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল ওয়াদুদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাদাত উল আনাম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কাদেরী সবু, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামানসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও খেলোয়াড়গণ।