শাহনেওয়াজ শাওন,বগুড়া সংবাদদাতা।। জেলা প্রশাসন বগুড়া ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়া এর পরিকল্পনা ও উদ্যোগে বগুড়া জেলা প্রশাসকের কার্য্যলয় ও তৎসংলগ্ল এলাকায় করতোয়া নদী পুনঃখনন ও ডান তীরে স্লোপ প্রটেকশন কাজ শীর্ষক প্রকল্পের বগুড়া অংশে করতোয়া নদী পুনঃখনন, করতোয়া নদীর ডানতীরে ৭৩০মি. স্লোপ প্রটেকশন,সৌন্দর্য্যবর্ধন,ও ওয়াকওয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) বগুড়া জেলা কার্যালয়ের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী,বগুড়া পওর বিভাগেরবাপাউবো’র নাজমুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রাশাসক,বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রট জনাব সাইফুল ইসলাম ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বগুড়া সুদীপ কুমার চক্রবর্তী,বিপিএম,পিপিএম।বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃমকবুল হোসেন,বগুড়া সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম। বগুড়া উপপরিচালক কৃষি-সম্প্রসারণ অধিদপ্তর মতলবুর রহমান,বিশেষ অতিথী হিসাবে আরো উপস্থিত ছিলেন,বগুড়া সদর উপজেলা নিবার্হী অফিসার জনাবা ফিরোজা পারভিন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেছেন,আমাদের করতোয়া নদী উচ্ছেদ অভিযান,চলোমান আছে। সীমানা চিহ্নিত হওয়ার সঙ্গে সঙ্গেই নদীর পুনঃখননের কাজ শুরু হয়েছে। আমরা এই সীমানার মধ্যে যাদেরকে পাব, তাদেরকে উচ্ছেদ করব। এক্ষেত্রে এই উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া। নদীর সীমানার মধ্যে যেই থাকুন না কেন তাদের সবাইকে উচ্ছেদ করে দিব ।
প্রধান অতিথি আরো বলেন, ‘স্মার্ট বগুড়া গড়ার অংশ হিসেবেই করতোয়া নদী খননসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়াও করতোয়ার পশ্চিম পাশ দিয়ে একটি রাস্তা নির্মাণ করে শহরের যানজট নিরসনের চেষ্টা চলছে। নদীর নাবত্যসহ সৌন্দর্য বর্ধনে যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন হলে স্মার্ট বগুড়ায় পরিণত হবে অচীরেই । তিনি আরো জানান,সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়াবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়ন হতে যাচ্ছে। এতে শুধু নদীই তার প্রাণ ফিরে পাবে না, ফিরে পাবে বগুড়াবাসীর লালিত স্বপ্নের বাস্তবায়নের রুপ। প্রধান অতিথি আরো বলেন,বগুড়াবাসী র্দীঘদিনের দাবী করতোয়া নদী নাব্যতা রক্ষায় ও করতোয়াকে বাঁচাতে হলে পুনঃখনন করতে হবে।তার ধারাবাহিকতায় আজ স্বপ্নপূরণ হতে চলেছে। তিনি বলেন বাংলাদেশ নদী-মাতৃকদেশ,নদী বাঁচলে কৃষক বাচঁবে আর কৃষক বাচঁলে দেশ বাঁচবে। বগুড়া শহরের বুক চিরে প্রবাহিত হওয়া করতোয়া নদীর নাব্যতা ফেরাতে প্রায় ৪৭ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে ১৭ কিলোমিটার খনন কাজ শুরু করা হয়েছে। প্রথশ ধাপে ১৩ মার্চ বগুড়ার শাজাহানপুর অংশে খনন কাজের উদ্বোধন করা হয়। পরের দিন ১৪ মার্চ দ্বিতীয় ধাপে মাটিডালী এলাকায় এবং তৃতীয় দফায় ১৯ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে খনন কাজের আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়।
করতোয়া নদীর পুনঃখনন অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, প্রেসক্লাবের সহ-সভাপতি আবদুস সালাম বাবু, ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজসহ সরকারী প্রতিষ্ঠান প্রধান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ও ব্বাপা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, ঠিাকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি হুমায়ন কবিরসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপস্থিত ছিলেন।