চুয়াডাঙ্গার দর্শণায় ‘উদ্ভিদ সঙ্গনিরোধ’ কেন্দ্রের দোতলা ভবন তৈরিতে–রডের বদলে ব্যবহার করা হচ্ছে বাঁশের কাবারি। ঘটনা জানাজানি হওয়ার পর এনিয়ে তোলপাড় শুরু হয়েছে। এছাড়া, নিম্নমানের ইট ও বালি ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভবনের নির্মাণকাজ বন্ধ রেখেছে–কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

দর্শনা রেল বন্দরসহ চুয়াডাঙ্গা অঞ্চলে আমদানিকৃত কৃষিপণ্যের মান যাচাইয়ে পৌরসভার পাশে ভবন তৈরি শুরু হয় গেলো ১ ডিসেম্বর। ২৯ শতক জমিতে দু’কোটি ৪১ লাখ টাকা খরচে দোতলা ভবন তৈরির কাজ পায় ঢাকার জয় কনষ্ট্রাকশন। নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। কিন্তু এতে নিন্মমানের ইট, বালি ও রড ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। রাতের আধারে ঢালাই কাজে রডের বদলে দেয়া হয়েছে বাঁশের কাবারি। নির্মাণ কাজ দেখভালে নিয়োজিত রয়েছে কনসালটেন্ট ফার্ম ইঞ্জিনিয়ার কনমেটিভ লিমিটেড।

প্রতিষ্ঠানটির প্রকৌশলী সুব্রত বিশ্বাস এই অনিয়মের কথা স্বীকারও করেছেন। এদিক সরেজমিন পরিদর্শণে ত্রুটি পাওয়ায় নির্মাণ কাজ বন্ধ রেখেছেন কৃষি সম্প্রসরাণ অধিদপ্তরের কর্মকর্তারা। দোষীদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থাসহ ভবনটি যথাযথভাবে তৈরির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে