আব্দুর রউফ পাভেল,নওগাঁ সংবাদদাতা।। নওগাঁয় ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নওগাঁ শহরের উকিল পাড়ায় বেসরকারি সংস্থা মৌসুমীর মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও একুশে পরিষদ নওগাঁ এর আয়োজন করে।
একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারি অধ্যাপক মিজানুর রহমান, বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও মৌসুমীর নির্বাহী পরিচালক হোসেন শহীদ ইকবাল রানা, উপ-নির্বাহী পরিচালক এরফান আলী, প্রোগ্রাম অফিসার আব্দুর রউফ পাভেলসহ অন্যরা।
মৌসুমীর উপ-নির্বাহী পরিচালক এরফান আলী বলেন, ভূগর্ভস্থ পানির চাপ কমাতে ফলনশীল ফসল চাষাবাদ করা সহ কম পানি ব্যবহার, বৃষ্টির পানি সংরক্ষণ করে পরবর্তীতে ব্যবহার, জনসচেতনা বৃদ্ধি করার জন্য মৌসুমী কাজ করে যাচ্ছে। যা আগামীতে এই এলাকার মানুষ এর সুফল ভোগ করবে।