শহিদুল ইসলাম দইচ, যশোর সংবাদদাতা।। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যশোরের শীর্ষ সন্ত্রাসী রমজান আলীকে (৩০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। শুক্রবার (৮ মার্চ) রাত ১০টার দিকে শহরের রেলগেট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, বিস্ফোরক, চাঁদাবাজি ও মাদকের ৩২ টি মামলা রয়েছে। নিহত রমজান আলী ওই এলাকার ফয়েজ শেখের ছেলে।

নিহত রমজানের শ্বাশুড়ি বাসনা বেগম জানান, রমজান অসুস্থ ছিলো। সন্ধ্যায় ওষুধ ও তরমুজ কিনে বাড়ি ফেরে রমজান আলী। এরপর রাত ১০টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। নিজ বাড়ির অদূরে গলির মধ্যে ফেলে তাকে কুপিয়ে জখম করে স্থানীয় সন্ত্রাসী পিচ্চি রাজাসহ ৭/৮ জন। চিৎকার শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।ডাক্তার এবং পুলিশের বক্তব্য জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের ডাক্তার খন্দকার রেজওয়ান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ১০ টা ১০মিনিটের রেজওয়ানের মৃতদেহ জরুরি বিভাগে আনা হয়। তার বুকের মাঝখানে ধারালো অস্ত্রের আঘাত ছিল। মূলত প্রচুর রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।

জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, আমি ঘটনায়স্থল রেলগেটে আছি। পুলিশের একাধিক টিম অভিযানে আছে ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য। কি কারনে কেন রমজানকে হত্যা করা হয়েছে রমজানকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে