বাংলাদেশ সেনাবাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি।
রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব আবুবকর সিদ্দিক স্বাক্ষরিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সোমবার এ তথ্য জানানো হয়। লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদকে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী ২৬ জুন, তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের স্থলাভিষিক্ত হবেন।
লেফটেন্যান্ট জেনারেল জনাব আজিজ আহমেদ ৮ম বিএমএ দীর্ঘদেয়াদি কোর্স শেষে ১৯৮৩ সালের ১০ জুন সেনাবাহিনীর আর্টিলারি কোরে কমিশনপ্রাপ্ত হন। তিনি পাবর্ত্য চট্টগ্রামে জিএসও-৩ (অপারেশন), পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর, সেনাসদর প্রশিক্ষণ পরিদফতরের গ্রেড-২ এবং সেনাসদর, বেতন ও ভাতা পরিদফতরের গ্রেড-১ স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেন। তিনি আর্টিলারি ইউনিট, বিজিবি ব্যাটালিয়ন, বিজিবির একটি সেক্টর, স্বতন্ত্র এয়ার ডিফেন্স আর্টিলারি ব্রিগেডসহ মোট দুইটি আর্টিলারি ব্রিগেড এবং পদাতিক ডিভিশন দক্ষতার সঙ্গে কমান্ড করেন। তিনি দীর্ঘদিন স্কুল অব আর্টিলারি এবং স্কুল অব মিলিটারি ইনেটলিজেন্সের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন।
বর্তমান সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক-এর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫শে জুন। ২০১৫ সালের ১১ জুন লেফটেন্যান্ট জেনারেল শফিউল হককে তিন বছরের জন্য সেনাপ্রধান নিয়োগ করে সরকার। তখন তিনি জেনারেল ইকবাল করিম ভূইয়ার স্থলাভিষিক্ত হন। গত বছর ৩১ জুলাই সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান পদের মেয়াদ সর্বোচ্চ চার বছর নির্ধারণ করে এ সংক্রান্ত আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় সরকার।চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি তা সংসদে পাস হয়।
নোমান রহমান
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ