এস এম হাফিজ, গাজীপুর।। আসছে শুক্রবার ২’রা ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে ৫৭’তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, যা কিনা ৪ঠা ফেবরুয়ারিতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর পাড়ে সামিয়ানা টানানো,খুটি পোতা ,বয়ান মঞ্চ তৈরি সহ সকল কাজ সম্পন্ন হচ্ছে খুব দ্রুত গতিতে। তুরাগ নদীর তীরে ১৬০ একর জমিতে এই বিশ্ব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।বিদেশি মেহমানদের জন্য রয়েছে ভিআইপি কামরা সহ থাকার সুব্যবস্থা। মুসল্লিদের নদী পারাপারের জন্য থাকছে সেনাবাহিনীর তৈরি পাঁচটি ভাসমান সেতু।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে প্রথম পর্ব শেষ হওয়ার চার দিন বাদে ৯ই ফেব্রুয়ারি এবং ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। তাবলীগ জামাতের বিশ্বের সবচেয়ে বড় আনুষ্ঠানিকতা শেষ করতে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মাঠে থাকবেন ৬ হাজারের বেশি পুলিশ সাথে থাকবে র্যাব ও আনসার বাহিনী এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য থাকবে সিসি ক্যামেরা ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সার্বিক সহযোগিতা। গতবারের মতও এবারও প্রথম পর্বে মাওলানা জুবায়ের অনুসারী ইজতেমা পরিচালনা করবে এবং দ্বিতীয় পর্ব পরিচালনা করবে মাওলানা সাদ সাহেব অনুসারীরা।
উল্লেখ্য,গত ২৮ জানুয়ারি ২০২৪ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে টঙ্গী বাটা গেট সংলগ্ন পুলিশ কন্ট্রোলরুমে বিশ্ব ইজতেমা ২০২৪ উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক চূড়ান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ জাহিদ আহ্সান রাসেল মাননীয় সংসদ সদস্য, গাজীপুর-২ এবং সভাপতিত্ব করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) মহোদয়। সভার পূর্বে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার টঙ্গীস্থ ইজতেমা ময়দান পরিদর্শন করেন, এ সময়ে গাজীপুর জেলার জেলা প্রশাসক জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রপলিটন পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ,র্যাব,আনসার, গাজীপুর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস,সিভিল সার্জন প্রতিনিধি, বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ইজতেমা সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় আসন্ন ইজতেমা ২০২৪ উদযাপনে সার্বিক সহযোগিতা প্রদান সহ সকল স্তরের নিরাপত্তা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণের কথা জানান। আসন্ন ইজতেমা ২০২৪ পালনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সকলকেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান,সম্মানিত পুলিশ কমিশনার।