নিউজ ডেস্কঃ  কাব্য সংসদ কর্তৃক আয়োজিত প্রয়াত প্রথিতযশা প্রগতিশীল কবি মীর মোশাররফ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষিকা নুরুন নাফার স্মরণে ৩০শে সেপ্টেম্বর রোজ রবিবার বেলা ৪ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা প্রাঙ্গণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কাব্য সংসদ কুষ্টিয়ার প্রেসিডেন্ট কনক চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন ডা. এ কে এম মুনির। আরো উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সারওয়ার মোর্শেদ, বিশিষ্ট লেখিকা আলম আরা জুঁই, এবং কবি পরিবারের সদস্য ডা. তাহমিনা বেগম, শামসুল ওয়াসে এবং কবির বড় কন্যা সৈয়দা নূরে মাসরুরা হক।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলে কবির জীবনের বিভিন্ন সময় ঘটে যাওয়া ঘটনা, তার কর্মক্ষেত্র এবং সাহিত্য রচনা নিয়ে স্মৃতি চারণ করেন। কবি নুরুন নাফা ছিলেন একজন মুক্তচেতনার উদার মনের প্রগতিশীল মানুষ। যা তার জীবনের চলার পথে তার আশেপাশের মানুষকে প্রভাবিত করেছে। সদা হাস্যোজ্জল এই মানুষটি নারীদের মনস্তাত্ত্বিক উন্নয়ন নিয়ে ভাবতেন যা কিনা তার লেখনীর মাধ্যমে প্রকাশ করেছেন। কাব্য সংসদের সদস্যগণ কবির রচয়িতা কবিতা আবৃত্তি করার মাধ্যমে তাঁর সাহিত্যকর্মের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।

নিভৃতচারী কবি নুরুন নাফা তাঁর জীবনদশায় দুটি কবিতার বই প্রকাশ করেন। তার লেখা বইয়ের নাম “নোনা জল” এবং “তোমরা বিকশিত হও”।উল্লেখ্য, কবি নরুন নাফা সেপ্টেম্বর মাসের নয় তারিখ রাত আড়াইটার সময় ইন্তেকাল করেন। আমরা সবাই মরহুমার আত্মার মাগফেরাত কামনা করি।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে