“ক্লোজ দ্য কেয়ার গ্য্যাপ” স্লোগানকে প্রতিপাদ্য করে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হচ্ছে ক্যান্সার সচেতনতার মাস। তার ধারাবাহিকতায় দক্ষিন-পশ্চিমাঞ্চলের চিকিৎসা সেবার আলোকবর্তিকা সনো ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটাল এ আজ পালিত হল প্রোস্টেট ও শৈশব ক্যান্সার এ্যাওয়ারনেস ক্যাম্প।
“ক্যান্সার মানেই মৃতু্য নয়, চিকিৎসায় ক্যান্সার ভালো হয়” এই স্লোগান নিয়ে সনো কন্সালটেশন সেন্টারে ক্যাম্প টি অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাপে ক্যান্সার সচেতনতা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন টিএমএসএস মেডিকেল কলেজ ,বগুড়ার কনসাল্টেন্ট ক্লিনিক্যাল ও রেডিয়েশন অনকোলজিস্ট, টিউমার ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মোঃ তৌসিফুর রহমান। উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন সনো ডায়াগনস্টিক সেন্টার ও হসপিটালের সম্মানিত চেয়ারম্যান ডাঃ এ কে এম মুনির এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব শামসুল ওয়াসে। আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ শহিদুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক (চঃদাঃ) ডাঃ ইমতিয়াজ আহমেদ।উক্ত ক্যাম্পে ডাঃ তৌসিফের তত্তাবধানে ক্যান্সার রোগীদের চিকিৎসা প্রদান করা শুরু হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ
বাড়ি অন্যান্য অনুস্ঠান সূচী প্রোস্টেট ও শৈশব ক্যান্সার এ্যাওয়ারনেস মাস উপলক্ষে সনো ডায়াগনস্টিক সেন্টারে ক্যান্সার ক্যাম্প...