মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের প্রতি সংহতি জানিয়ে দুজনকে অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন ফোরাম-এশিয়া। বিশ্বের ২৩ দেশের ২৭টি মানবাধিকার সংগঠনের জোট এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট সোমবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এমনটি জানিয়েছে। ফোরাম-এশিয়ার পক্ষ থেকে এই যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে ফোরাম এশিয়া ও তার ২৬টি সদস্য সংগঠন সই করেছে। সদস্য সংগঠনগুলো অধিকাংশই এশিয়াভুক্ত দেশে কাজ করে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং অন্যান্য গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহ, অনুসন্ধানের পাশাপাশি মানবাধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সংগঠন অধিকার-এর শীর্ষ দুই মানবাধিকার কর্মীকে শাস্তির মুখোমুখি করার ঘটনায় সবাই গভীরভাবে উদ্বিগ্ন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭ ধারার মামলায় গত বৃহস্পতিবার আদিলুর ও নাসিরকে দুই বছরের কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। রায়ের পর দুজনকে কারাগারে পাঠানো হয়। ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের অভিযোগে আদিলুর ও নাসিরের বিরুদ্ধে মামলাটি হয়েছিল।
পুলিশের প্রতিবেদনে বলা হয়, আদিলুর ও নাসির ৬১’জনের মৃত্যুর বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা তথ্যসংবলিত প্রতিবেদন তৈরি ও প্রচার করে জনমনে ক্ষোভের সৃষ্টি করেন, আইনশৃঙ্খলা বিঘ্নের অপচেষ্টা চালান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকার ও রাষ্ট্রের ভাবমূর্তি দেশে-বিদেশে চরমভাবে ক্ষুণ্ন করেন। এর আগে, শুক্রবার (১৫’ই সেপ্টেম্বর) ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের কারাদণ্ডের রায়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দেন ৪৮ বিশিষ্ট নাগরিক। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ উদ্বেগ জানান।