মাদকবিরোধী অভিযানে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হককে ঠাণ্ডা মাথায় হত্যার দাবি তার পরিবারের। এর পক্ষে সে সময়ের কথোপ-কথনের একটি অডিও ক্লিপও গণমাধ্যমকে দিয়েছেন তার স্ত্রী আয়েশা। এর প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন জানিয়েছেন, এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য অন্যায় করে থাকলে নেয়া হবে ব্যবস্থা।

মাদকবিরোধী অভিযানে ২৭ মে বন্দুকযুদ্ধে নিহত টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক। র‍্যাবের দাবি, একরামুল একজন মাদক ব্যবসায়ী। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন ভুল তথ্যে নিহত হয়েছেন তিনি। ঘটনার ৫ দিন পর সংবাদ সম্মেলনে আসে নিহতের পরিবার। তার স্ত্রী আয়েশার দাবি, ২৬ মে রাতে একরামের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেন তিনি। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ দিয়ে তিনি বলছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার স্বামী।

১৪ মিনিট ২২ সেকেন্ডের অডিও ক্লিপটিতে শোনা যাচ্ছে গুলি ও এক ব্যক্তির গোঙানির শব্দ, আর এটি একরামের কণ্ঠস্বর বলেও দাবি করছেন আয়েশা। এঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য অন্যায় করে থাকলে, তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে একরামের পরিবারের দেয়া অডিও ক্লিপটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় র‍্যাব সদরদপ্তর।

নোমান রহমান
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে