ঋণ কেলেঙ্কারির ঘটনায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুকে ষষ্ঠবারের মত জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক কার্যালয়ে সকাল ১০টার দিকে হাজির হন আবদুল হাই বাচ্চু। দুদকের উপ-পরিচালক শামসুল আলমের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করছেন। এর আগে গত ৭ ও ১৫ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে দুই বারই অসুস্থ থাকায় সময় আবেদন করেন আবদুল হাই বাচ্চু।

পরে ১৫ মে দুদকের উপ-পরিচালক শামসুল আলমের পাঠানো নোটিসে তাকে আজ তলব করা হয়। বেসিক ব্যাঙ্কের প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় ২০১৫ সালে ৫৬টি মামলা করে দুদক। রাজধানীর মতিঝিল, পল্টন ও গুলশান থানায় এসব মামলায় আসামি করা হয় ১৫৬ জনকে। এদিকে দুদকের ৫৬ মামলার ১২ তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টে তলব করা হয়েছে আজ।

রুজমিলা হক
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে