ঝালকাঠি প্রতিনিধি: আওয়ামী লীগের উপদেষ্ট পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশ বর্তমানে মাছে স্বয়ংসম্পুর্ন । স্থানীয় চাহিদা পুরন করে বিদেশে রপ্তানি হচ্ছে মাছ।
আমাদের দেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে তার সঠিক ব্যবহার করা হলে এ দেশ অনেক উন্নত হবে। বঙ্গবন্ধুর সকল পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন তার সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা । মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।
ঝালকাঠি নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ