ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠিতে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সূধীজনদের সাথে মতবিননিময় সভায় বরিশাল বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেন- করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরেও আমাদের যে পরিমাণ জিডিপি আছে সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই।
আগামী ২৬ সালের মধ্যে এসডিজির বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে এখনই মূল দায়িত্ব নিয়ে একযোগে কাজ করতে হবে। তিনি আরো বলেন,ঝালকাঠি পৌরসভার জলাবদ্ধতার বিষয়ে আমি উর্ধŸতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানিয়েছি। দেশে অন্যান্য বিভাগের চেয়ে বরিশালে ডেঙ্গুর ঝুকি কোন দিক থেকেই কম না। প্রয়োজনীয় সেলাইন এবং ওষুধ প্রস্তুত রাখতে হবে। কারো চিকিৎসায় যেন ত্রæটি না হয় সেদিকেও কর্তৃপক্ষের সচেষ্ট থাকতে হবে। সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম এর সভাপতিত্ব অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম, পৌর প্যানেল মেয়র তরুণ কর্মকার, জেলা বণিক সমিতির সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মশিউর রহমান প্রমুখ। এসময় বক্তারা ঝালকাঠি জেলার সমস্যা সম্বাভনা ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ