এস.এম. পারভেজ, ঝালকাঠি প্রতিনিধিঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগানে ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ – ২০২৩ উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন। বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা। এসময় সাংবাদিক ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ জানান, ঝালকাঠি জেলায় ৩০৯টি মৎস্য খামার রয়েছে। এতে মাছ উৎপাদন হচ্ছে ১৬হাজার ৪৮৫ মেট্রিকটন। চাহিদা রয়েছে ১৪হাজার ৯৬২মেট্রিকটন। উদ্বৃত্ত ১হাজার ৫২৩ মেট্রিকটন। ঝালকাঠি জেলায় চাহিদার চেয়ে উৎপাদন বেশি থাকায় মৎস্য বিভাগ সফল বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে