বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। রােববার সকালে গুলশানে ইউরোপ ইউনিয়নের কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।
রোববার সকালে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলে চার সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। এক ঘণ্টার বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে ড. বদিউল আলম মজুমদার জানান, ইইউ প্রতিনিধি দল আগামী জাতীয় নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানতে চেয়েছেন। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে প্রতিনিধিদের জানিয়েছে সুজন।
সুজন সম্পাদক বলেন, বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব না। বদিউল আলম মজুমদার আরও বলেন, বড় রাজনৈতিক দলের অনড় অবস্থান দেশকে বিপদে নিয়ে যাবে।