প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিল এবং তা কমেছে। তিনি বলেন, আমেরিকার সঙ্গে বাংলাদেশের দূরত্ব কমেছে। কূটনীতিকদের এত আসা যাওয়া এটাই প্রমাণ করে। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা জানান। ঢাকা ছাড়ার আগে সালমান এফ রহমান তার বাসভবনে উজরা জেয়ার সম্মানে নৈশভোজের আয়োজন করেন। এ সময় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
সালমান এফ রহমান বলেন, কিছু বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভুল বোঝাবুঝি হয়েছিল। সে কারণে দেশটি বাংলাদেশের র্যাবের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। বাংলাদেশের জন্য নতুন ভিসানীতি ঘোষণা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের ঢাকা সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে দূরত্ব কমেছে। তিনি আরও বলেন, তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছেন। বলেছেন কোনো দলের পক্ষে নন তারা। গতকাল দু’দলের কর্মসূচি পালনে পুলিশের ভূমিকা নিয়েও তারা সন্তুষ্ট হয়েছেন। ভবিষ্যতে এটি অনুকরণ করতে বলেছেন। ভিসানীতিও কোনো ব্যক্তিকে টার্গেট করে তারা করেননি বলে জানিয়েছেন মার্কিন আন্ডার সেক্রেটারি।
সালমান এফ রহমান আরও বলেন, দুটি দেশের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। বন্ধুত্বের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। এ জন্য দরকার দুই দেশের মধ্যে বৈঠক, আলোচনা। আমরা এটিকে স্বাগত জানিয়েছি। ভুল বোঝাবুঝির অবাসনের জন্য এই বৈঠক। এর মাধ্যমে দূরত্ব কমেছে। তিনি বলেন, দূরত্ব কমাতে দুই দেশের আসা-যাওয়া অব্যাহত থাকবে। তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। এই প্রক্রিয়া চালু থাকবে।