জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি।।
রূপকল্প ৪১ বাস্তবায়নে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ও টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে। মঙ্গলবার ( ১১ জুলাই) সকালে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহগীর আলম।

এ’উপলক্ষে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাকের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা শারমিন, আশুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত সুজন চন্দ্র পাল, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান রাসেল,সদর ইউপি চেয়ারম্যান মোঃশফিকুর রহমান,শরীফপুর ইউপি চেয়ারম্যান সাফিউদ্দিন চৌধুরী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, সরকারি দপ্তরের কর্মকর্তা, আশ্র‍য়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে এক লাখ চারা তুলে দেন। বজ্রপাত নিরোধক ৮ হাজার তালগাছসহ, আকাশমণি, মেহগনি, চিত্রাসি, কড়ই, আম, জাম, কাঁঠাল, পেয়ারা, আমলকি, জলপাই, জাম্বুরা, বড়ই, ড্রাগন, আতা, হরিতকি, বহেরা, নিম, অর্জন, কামিনি, হাসনাহেনা, বেলী, গন্ধরাজ, টগর, বকুল, এলমড়া ও রঙন গাছের চারা বিতরণ করা হয়। কোরআন তেলাওয়াত করেন কারী মোঃ বেলাল হোসেন,গীতা পাঠ করেন শ্রী নারায়ন চন্দ্র ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম মিজি।
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে