সন্ধ্যায় কলকাতার তাজ বেঙ্গল হোটেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠক শেষে একথা বলেন শেখ হাসিনা।

পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোড়দার করার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কোলকাতার থিয়েটার রোডে বঙ্গবন্ধুর নামে জাদুঘর হবে বলেও জানান তিনি। বৈঠকে দুদেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানানো হয়। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে হোটেল তাজে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এরপর শেখ হাসিনার সঙ্গে বৈঠকে মিলিত হন।

প্রধানমন্ত্রী শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক করেন।  সফরের দ্বিতীয় দিন আসানসোলে নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেন শেখ হাসিনা।  মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষে আজ রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রুজমিলা হক
নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে